চিরাচরিত কমিকসগুলি হয় জলরঙ্গে আঁকা নয় পেস্টেল বা পোস্টার কালারে আঁকা হয়। অন্তত অয়েল পেন্ট বা তৈলচিত্র যে হয় না তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেইসব নিয়ম ভেঙ্গে এই কমিকসটির রচয়িতা এই কমিকসটিকে সম্পুর্ণ তৈলচিত্রে এঁকেছেন। এ এক অবাক বিষ্ময় তো বটেই। কারণ তৈলচিত্র বানানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার। জানি না উনি কি ভেবে এই ব্যতিক্রমের দিকে এগিয়ে গেলেন। আর তৈলচিত্র হওয়ার জন্য বেশ কিছু ছবির উপর লেখা শব্দগুলি মোছা সম্ভবপর হয়নি। ছবিকে যথাসম্ভব বিকৃত না করে দুই বা তিন রঙয়ের মিশ্রণের সমান রঙ তৈরী করে ওই লেখাগুলো মুছে ফেলা আমার মত অপেশাদারদের পক্ষে অসম্ভব বলেই মনে হয়েছে।
যাই হোক, প্রথম পর্ব বাদে পরবর্তী পর্বগুলির ক্ষেত্রে যতটা সম্ভব ছবির মধ্যের লেখাগুলি এডিট করতে সক্ষম হয়েছি, অনেক চেষ্টার পরে। যেটুকু ত্রুটি, সেটা পাঠকবর্গ নিজগুণে ক্ষমা করবেন। আর একটা কথা, গল্পের মুল নাম The Mercenary-র সঠিক বাংলা মানে হয় "ভাড়াটে সৈনিক", কিন্তু শুনতে খুব একটা মনোরম মনে না হওয়ায় প্রথমে এর নাম কিঞ্চিৎ পরিবর্তন করে বীর সৈনিক রেখেছিলাম। পরে কমিকসটির নাম বীর সৈনিক থেকে "ভাড়াটে সৈনিক" করা হয় পাঠকদের মনোভাব লক্ষ্য করে। এই কমিকসটি প্রাপ্ত বয়স্কদের জন্য। বেশ কয়েকপাতায় নগ্ন দৃশ্য রয়েছে যা ছোটদের জন্য অনুপযুক্ত।
Added By : banglamax
ধুর্ত কিমিয়াবিদ ভাড়াটে সৈনিককে নিয়ে মহাভুমির দিকে যাত্রা করেছে। সেখানে লোকচক্ষুর আড়ালে যারা নিত্য নতুন জ্ঞানের আরাধনা করেন, তাদের থেকে এক ভয়ঙ্কর সুত্র চুরি করল সে। এসবের মাঝে পড়ে ভাড়াটে সৈনিক কিভাবে নান-তাইকে সঙ্গী করে সেই সুত্র উদ্ধার করল, তাই নিয়ে এই পর্ব।
Requires Total 48 Credits, No pages are free of credit charge as it may contains materials unsuitable for minors.
Added By : banglamax
ভাড়াটে সৈনিকের এই পর্বে ভাড়াটে সৈনিকের অভিনব এক পরীক্ষা নেওয়া হবে যেখানে তার সাহস, মনোবল ও বিশ্বস্ততার মানের পরীক্ষা করা হবে। সে কী এই পরীক্ষায় পাশ করতে পারবে? নান-তাই কি তাকে এই পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে?
Requires Total 50 Credits, No pages are free of credit charge as it may contains materials unsuitable for minors.