Home » চটপটে ও ফড়ফড়ে
চটপটে ও ফড়ফড়ে
Added by : saradindu

হার্জের এই অনবদ্য কমিকসটির মোট ১২টি পর্ব আমার জানা মতে প্রকাশিত হলেও ইন্টারনেট জগতে মোট চারটি ইংরেজীতে অনুদিত কমিকস পাওয়া যায়। বাকিগুলি এখনও মূল ফরাসী ভাষায় রয়ে গেছে। ইংরেজীতে প্রাপ্ত কমিকসগুলির মধ্যে শেষদিকের ৭,৮,৯ ও দশ নম্বর বইটি বাংলায় আগেই অনুদিত হয়ে গেছে এবং সেগুলি বিভিন্ন ফোরাম ও ব্লগে এখনও পাওয়া যায়। তবে ১-৬ নং সংখ্যাগুলি এখনও অনুদিত না হওয়ায় আমি গুগল ট্রান্সলেটরের সাহায্যে এগুলি আস্তে আস্তে অনুবাদ করছি। তবে সমস্যা এই যে ফরাসী ভাষা থেকে গুগলে যে কাঠ-কাঠ অনুবাদ আসে, তাকে বাংলায় প্রাঞ্জল ও গ্রহণযোগ্য করা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। যাই হোক, ধীরে ধীরে সবগুলিই বাংলায় চলে আসবে মুগ্ধবাংলা ও মগ্নপাঠকে।


13th August, 2022 5:56 PM
Episodes
০১ জোর ঝটকা Completed (Total 50 Pages)
Added By : saradindu
প্রথম পর্ব। দুপাতা করে মোট ২৪টি ছোট ছোট গল্প।
Requires Total 47 Credits, First 3 pages are free to Read!
০৩ সব ঠিক আছে Running (6 of 48 Pages Added)
Added By : saradindu
দ্বিতীয় পর্ব অনুবাদ করতে কিঞ্চিত কঠিন মনে হওয়ায় আপাতত তৃতীয় পর্ব শুরু করে দিলাম।
Requires Total 3 Credits, First 3 pages are free to Read!
Powered By Mogno Version 0.1 Beta
যাত্রা শুরু পয়লা বৈশাখ ১৪২৯ © মগ্নপাঠক